G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কলম একাডেমী লন্ডন চট্টগ্রাম জেলা কমিটির অভিষেক সম্পন্ন

0

 

কলম একাডেমী লন্ডন চট্টগ্রাম জেলা কমিটির অভিষেক চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কবি করুণা আচার্যের সভাপত্বিতে গত ১৯ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস আর রহমান হলে সম্পন্ন হয়। ভার্চ্যুয়ালি উদ্বোধনী বক্তব্য রাখেন লন্ডন থেকে কলম একাডেমী লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। প্রিয়াংকা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট লেখক ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহীত উল আলম। এতে প্রধান আলোচক ছিলেন কলম একাডেমী লন্ডন কেন্দ্রীয় যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মো. কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি কুতুবউদ্দিন বখতেয়ার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন ফারুক, শিক্ষক জিতেন্দ্রলাল বড়ুয়া। এতে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, জেলা উপদেষ্টা মো. ফজলুল কাদের, উপদেষ্টা শিশুসাহিত্যিক দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সাহিত্য সম্পাদক অমিত বড়ুয়া, কবি তুষার বড়ুয়া, জেলা সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, দুর্জয় পাল, জেলা সাধারণ সম্পাদক জয়নাল ফয়েজি, কক্সবাজার জেলা সভাপতি আবদুল হাকিম, বেলাল উদ্দিন, মো. জামাল উদ্দিন, কলম টিভির সম্পাদক মো. কুতুবউদ্দিন রাজু, প্রকাশক ফারদীন রাফি, চট্টগ্রাম জেলা সহ-সাধারণ সম্পাদক কবি মেহেরুন নেসা রশিদ, প্রচার সম্পাদক মো. আরফাত হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক গীতিকার ও সুরকার মো. হোসাইন ইব্রাহীম, সমাজসেবা সম্পাদক কবি রাসু বড়ুয়া, সাহিত্য সম্পাদক এড. সুসেন কান্তি দাশ, অর্থ সম্পাদক প্রদ্যোত কুমার বড়ুয়া, দপ্তর সম্পাদক ফিরোজ শাহ বাপ্পী, কবি আরিফ চৌধুরী, কবি পারভীন আক্তার প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী বলেন, কলম একাডেমী এখন একটি প্রতিষ্ঠান। “অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘কলম একাডেমী লন্ডন’ ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে আজ ১০ বছর ধরে সাহিত্যের মাধ্যমে বিশ্বে অসাম্প্রদায়িক এবং সাম্যসমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বিশ্বজুড়ে এক অনুপম সেতুবন্ধন তৈরি করেছে।
প্রধান অতিথি ড. মোহিত বলেন, সংগঠন সৃষ্টি হয় মানুষের কল্যাণে। কলম একাডেমী লন্ডন বাংলা ভাষার প্রচার প্রসারে যে ভূমিকা রাখছে তা অনন্য। সংগঠনের পক্ষে যে দাবি তারা তুলে ধরেছেন তা যৌক্তিক বলে মনে করি।
প্রধান বক্তা মো. কামরুল ইসলাম বলেন, সংগঠনের মাধ্যমে মানুষের ভালবাসা পাওয়া সম্ভব। তিনি বলেন, লেখক সমাজের চক্ষু, জাতির বিবেক। কলম একাডেমী লন্ডন লেখকের পাশে থেকে ও কল্যাণে বিশ্বময় যে ভূমিকা গ্রহণ করছে তা প্রশংসার দাবিদার।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.