ইসলাম একমাত্র ধর্ম যেখানে অন্য ধর্মের প্রতি সমসম্মান দেখাতে বলা হয়েছে
চুনতীর ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ৯ম দিনের আলোচনায় বক্তারা
Related Posts
শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ৯ম দিনের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২৬ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিছবাহ উদ্দিন আরাফাত ও হাফেজ মাওলানা কবির আহমদ। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন রিয়াজুর রহমান ও মাওলানা মুহাম্মদ নুরুল আমিন। ছদরে মাহফিল ছিলেন আল্লামা ফজলুল্লাহ (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ড. মাওলানা হুসামুদ্দীন। আলোচনায় অংশ নেন মধ্যম আমিরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নেজাম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ড. মাওলানা এনামুল হক ও আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহাদাত হোছাইন।আলোচকবৃন্দ বলেন, ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত হবে না। তাই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, উপাসনালয় ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে কোনোরূপ ব্যঙ্গ-বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য সমর্থনযোগ্য নয়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। শান্তি ও কল্যাণের ধর্ম। এটি এমন এক সার্বজনীন ও শান্তিময় জীবনব্যবস্থা, যেখানে শুধু মানব সম্প্রদায়ই নয় বরং পশুপাখি ও প্রকৃতির অধিকারও সংরক্ষিত রয়েছে। এ ধর্মে সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো স্থান নেই। যারা সামাজিক পরিম-লে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, তারা কখনো শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না।
চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাহবুবুল হক, জাহেদুল হক প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি