প্রত্যেক মুসলিমের উপর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দ্বীনের শিক্ষা নেয়া ফরয
চুনতীর ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১০ম দিনের আলোচনায় বক্তারা
মসজিদের ইমাম ও খতীববৃন্দ, মাদারেসের শিক্ষকবৃন্দ, মুরশিদ ও মাশায়েখে কেরাম, লেখালেখি ও রচনাকর্মের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং এ ছাড়া অন্যান্য আলেম-উলামা যাঁরা আছেন তাঁদের উপর ফরয তা‘লীম-তাদরীস, দাওয়াত ও তাবলীগ, ওয়ায-নসীহত, তাযকিয়া-তারবিয়াত, বয়ান ও খুতবা, দ্বীনী কোনো প্রশ্নের উত্তর প্রদান; মোটকথা সকল দ্বীনী কাজে সর্বোচ্চ সতর্কতার পরিচয় দেওয়া, বিনা তাহকীকে কোনো কথা না বলা বা কিছু না লেখা। আর আম-মুসলিমদের কর্তব্য হল তারা উলামায়ে কেরামের কাছ থেকে শিখবে এবং তাঁদের অনুসরণ করবে। কারণ, প্রত্যেক মুসলিমের উপর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দ্বীনের শিক্ষা নেয়া ফরয। দ্বীনী বিষয়ে আম-মুসলিমরা তাহকীক করতে যাবে না, দ্বীনী বিষয়ে রায় ও মতামত প্রকাশ করবে না এবং উলামায়ে কেরামের ভুল ধরে বেআদবি করবে না। উলামায়ে কেরাম মা‘ছুম নন, ভুলের ঊর্ধ্বে নন কিন্তু তাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাঁদের মুরুব্বিরা ও তাঁদের সমকালীন উলামায়ে কেরাম আছেন।
শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১০ম দিনের অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২৭ অক্টোবর বুধবারের অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বান্দরবান ইসলামি শিক্ষাকেন্দ্রের শিক্ষা পরিচালক মুফতি মাওলানা মুহাম্মদ নোমান, আনোয়ারাস্থ কাফকো জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হোছাইন ও চকরিয়া মারকাযুদ দা’ওয়াহ ওয়াল ইরশাদের পরিচালক আলহাজ্ব মাওলানা মোস্তফা নুরী। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ আনোয়ার সাদেক ও হাফেজ রবিউল হোছাইন। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন তালহা বিন দাউদ ও মাওলানা মুহাম্মদ ইউনুস আলী। ছদরে মাহফিল ছিলেন আলহাজ্ব মাওলানা নুরুল আলম।
চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাহবুবুল হক, শাহজাদা তৈয়বুল হক বেদার, আলহাজ্ব অলি উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।