G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী (সা.) এর সুন্নাহ আদর্শ অনুকরণ ও অনুসরণ করাই ইসলাম

চুনতীর ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৪তম দিবসের আলোচনায় বক্তারা

0

 

১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৪তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ৩১ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হয়েছে। শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত এই মাহফিলের আজকের আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করেন পটিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ শোয়াইব। তিনি নামাজের গুরুত্ব ও ফজিলাত বিষয়ে আলোচনা করেন। এছাড়া রসূল (সা.)-এর সুন্নতসমূহ নিয়ে আলোচনা করেন মুঈনুল ইসলাম দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা ফোরকান এবং আমাদের জীবনের আল কুরআনের প্রভাব বিষয়ে আলোচনা করেন দারুল ইরফান একাডেমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী। বক্তারা বলেন, জীবনে প্রতিটি ক্ষেত্রে নবীজি (সা.) এর সুন্নাত আদর্শ অনুকরণ ও অনুসরণ করাই ইসলাম। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘রাসুল (সা.) তোমাদের যা দিয়েছেন তোমরা তা ধারণ করো আর তিনি যা বারণ করেছেন তা হতে বিরত থাকো।’ সুন্নাতের কথা যখন আসে ফরজ ও ওয়াজিব তার আগেই থাকে। ফরজ ও ওয়াজিব পরিত্যাগ করে সুন্নাত পালনের দাবি অসার। সৎ উপার্জন, হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত। নবীজি (সা.) এর জীবন, দর্শন ও কর্ম যে যতটুকু অনুসরণ করবে, সে ততটুকু সফলতা ও কল্যাণ লাভ করবে। অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আ ক ম সাদেক। কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আনোয়ার হোছাইন ও মাওলানা এ কে এম হাবিবুন নুর। না’আতে রসূল পরিবেশন করেন মোদ্দাচ্ছিরুল মোহাইমন লায়িক, আবদুল্লাহ আল জাওয়াহিরী, বদরুদ্দীন মুহাম্মদ মুস্তাকিম ছিদ্দিক। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা অলি উদ্দিন, হাফেজুল হক নিজামী, আলহাজ্ব আবু তাহের, মাহবুবুল হক, ইমাম বায়হাকি, মোহাম্মদ জাহেদ প্রমুখ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.