১৯ নভেম্বর শুক্রবার বাদে মগরিব হতে উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শাহ হযরত আল্লামা হাফেজ আহমদ (রহ.)-এর একমাত্র শাহজাদা মাওলানা জামাল আহমদ এর ১৪ তম ওপাত বার্ষিকী। এ উপলক্ষ্যে লোহাগড়া থানার চুনতী সিরাত ময়দান শাহ মঞ্জিলে পবিত্র ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। সিরত মাহফিল মাতোয়াল্লি কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত বলেন প্রতিবছর নেই ১৪ রবিউস সানি আমার শ্রদ্ধেয় পিতা হযরত শাহ জামাল আহমদ (রহ.) পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল খতমে ক্বোরআন ও দোয়ার মাধ্যমে শুরু হবে। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে জিকির মাহফিল,নাতে রাসুল পরিবেশন ও স্মৃতিচারণমূলক আলোচনা।সবাইকে শাহ মঞ্জিলের পক্ষ তেকে দাওয়াত জানান।
সি-তাজ২৪.কম/এস.টি
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post