G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি পেকুয়ায় গ্রেফতার

0

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঞ্চল্যকর আমজাদ চেয়ারম্যান হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জসিম উদ্দিনের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তার বাবার নাম মৃত মোক্তার আহমেদ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।

জানা গেছে, গত বছরের ১৩ ডিসেম্বর সাতকানিয়ায় সংঘটিত চাঞ্চল্যকর আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় জসিমসহ ১০ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। দীর্ঘ ২৩ বছর আগে সংঘটিত হওয়া এ হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড হয় আরও পাঁচ আসামির। এছাড়া বেকসুর খালাস দেওয়া হয় চারজনকে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালত এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ৩ অক্টোবর সাতকানিয়া মির্জারখিল দরবার শরিফের সামনে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নেজাম উদ্দিন, আবু মোহাম্মদ জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, তারেক, জিল্লুর রহমান, সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন রফিক, ফোরক আহমদ, জসিম উদ্দিন ও বশির আহমেদ।
আমজাদ হোসেন সাতকানিয়া উপজেলার ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত ১২টার দিকে মীর্জাখীল দরবারে ওরশ চলাকালীন সময়ে দরবারের উত্তর গেইট সংলগ্ন নাছিরের চায়ের দোকানে সন্ত্রাসীরা চতুর্দিক থেকে ঘিরে ধরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পরদিন ৪ অক্টোবর নিহত চেয়ারম্যানের স্ত্রী সৈয়দা রোশনা আকতার বাদী হয়ে ২০ জন আসামির নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.