প্রগতি সংঘের আলোচনা সভায় বক্তারা
মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করে দেশকে এগিয়ে নিতে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় লাল-সবুজের বাংলাদেশ। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই স্বাধীন হয়েছে এ দেশ। বক্তারা আরও বলেন, প্রগতি সংঘ শিশু ও যুবকদের হৃদয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে জাগিয়ে তুলতে কাজ করে যাচ্ছে। সমাজের প্রতিটি মানুষ এগিয়ে আসলে তবেই বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ হবে।
গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এয়াকুবনগর দোভাষ মাঠ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী সংগঠন প্রগতি সংঘের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রগতি সংঘের সভাপতি আবুল মনছুর চৌধুরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাজী মোহাম্মদ হোসেন, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট তপন দাশ, সোহেল ওসমান মামুন ও কামাল হোসেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইকরাম চৌধুরী আকিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএম ইমরান, পারভেজ দোভাষ, মো. দস্তগীর, মো. ইকবাল হোসেন, হোসেন আহমদ রাসেল, সংগঠনের সাধারণ সম্পাদক রাহাত রহমান দোভাষ, ইমরান চৌধুরী আরিফ, মহিউদ্দিন আহমেদ রাজীব, মানিক মিয়া, মো. আমিন, অপু, রোমান্স, সাজু, ইরফান, রনি, হামিম, নেওয়াজ, ইরফান, হৃদয়, মাহিন চিশতি, রিশাদ, রিজভী, আয়াস, ইফাজ, সোহাইম, মুহিত, সাদমন প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি