১৮ মার্চ ২০২২ শুক্রবার শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে বাদ মাগরিব লায়লাতুল বরাত মাহফিল গারাংগিয়ার পীর ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদীর সঞ্চালনায় আলোচনা পেশ করেন চট্টগ্রাম সরকারি কলেজের প্রভাষক ও খুলশী মসজিদে গারাংগিয়ার খতিব ড. ওয়ালী উল্লাহ মঈন, দক্ষিন পাহাড়তলী সিরাজুল মাওলা কন্ট্রাক্টর জামে সমজিদের খতিব মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ, বন্দর কলোনী জামে মসজিদের খতিব মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা মুহাম্মদ নুরুল করিম, মাওলানা মুহাম্মদ নোমান ফারুকী। এতে উপস্থিত ছিলেন গারাংগিয়া চিলচিলার খলিফাবৃন্দ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির ভক্তবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির এবং ওয়াজ মাহফিল ছাড়াও বিভিন্ন এবাদত বন্দেগীর মাধ্যমে এ কমপ্লেক্সের শবে বরাতের কার্যক্রম চলে। পীর ছাহেবের হেদায়তি আলোচনা শেষে আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে এ কমপ্লেক্সের শবে বরাতের কার্যক্রম সম্পন্ন হয়।
সি-তাজ২৪.কম/এস.টি