বৃহত্তর রাজনৈতিক ঐক্য করতে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করছে বিএনপি। ধারাবাহিক এ সংলাপের অংশ হিসেবে এবার গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে সংলাপ করবে দলটি।
মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সোমবার সংলাপের তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেবেন।
গণ ফোরামের সঙ্গে এ আলোচনায় ড. কামাল হোসেন থাকবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে সংলাপ করবে বিএনপি। সেখানে ড. কামল থাকবেন কিনা সে ব্যাপারে কিছু বলতে পারছি না। তারা (মোস্তফা মহসিন মন্টুর অংশের গণফোরামের) বলতে পারবে।
জানা যায়, একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টুকে সংলাপের আমন্ত্রণ জানালেও ড. কামালের অংশকে আমন্ত্রণ জানায়নি বিএনপি। তবে বিএনপির আমন্ত্রণ পেলে সংলাপে বসতে রাজি আছেন ড. কামাল।
গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, বিএনপির সঙ্গে আগামীকাল বিকাল ৪টায় আমাদের সংলাপ রয়েছে। এ সংলাপে ড. কামাল হোসেন থাকছেন না। শুধু আমাদের অংশের নেতৃবৃন্দ থাকবে।
আওয়ামী লীগ থেকে বের হয়ে গণফোরাম গঠন করেন ড. কামাল। একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে তার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। ঐক্যফ্রন্টে বিএনপি সবচেয়ে বড় দল হলেও নিয়ন্ত্রণ থাকে ড. কামালের হাতে। সে নির্বাচনে ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। এরপর থেকেই ড. কামালের সঙ্গে দুরত্ব বাড়তে থাকে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির।
গতবছর শেষে ভাঙন হয় গণফোরামের। দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি ও সাবেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
গত ২৪ মে থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। ২০ দলীয় জোটের বাইরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনসহ আরো কয়েকটি দলের সঙ্গে সংলাপ করেছে বিএনপি।
এ ছাড়াও ২০ দলীয় জোটের মোট ১২টি দলের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। দলগুলো হলো- ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ইসলামিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ পিপলস লীগ ও জাতীয় দল।
সি-তাজ২৪.কম/এস.টি