প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০ টার উপজেলা পরিষদ”র’’মাঠে প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে সকাল ৯. ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান শামীমরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর,
উপজেলা সহকারী কমিশনার ভুমি তাহমিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম বাবুল, নুরুল আবছার হিরো, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যানগন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সন্তান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা ইলিয়াছ সিকদার।
সি-তাজ২৪.কম/এস.টি