G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

১৯ দীন ব্যাপী সীরত মাহফিল মতোয়াল্লী কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিন ব্যাপী ৫২তম আন্তর্জাতিক সীরত মাহফিল ৮ অক্টোবর শনিবার শুরু উপলক্ষ্যে লোহাগাড়ায় স্থানিয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০সেপ্টেম্বর ) বাদে আসর সীরত মাহফিলের নিজস্ব কার্যালয়ে আন্তর্জাতিক ইসলামিক বিশ্বিবিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মু. যাহেদুর রহমান এর সঞ্চালনায় ও মতোয়াল্লী কমিটির সভাপতি শাহযাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন ইসমাইল মানিক,শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,শাহজাদা তৈয়বুল হক বেদার তাঁদের বক্তব্যে জানান অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রসুল (স:) এর শানে এ মাহফিল প্রবর্তন করেন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নাঈম নিমু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহফিল পরিচালনা কমিটির সদস্য মো: জমিল উদ্দিন, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, কামরুল হুদা, মোহাম্মদ আলম, সাদুর রহমান, মো: আব্দুল মান্নান প্রমূখ।

মুতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপকমিটির সমন্বয়ক আব্দুল মালেক ইবনে দিনার নাজাত মহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন। এছাড়া বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মাহফিলের দাওয়াত দিয়েছেন।

পবিত্র ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) সারা বিশ্বে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিদের সহযোগিতা কামনা করেছেন।

এছাড়া ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) পুলিশ প্রসাশনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান।
কারিগরী সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুল রানা।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.