শনিবার (০১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিন ব্যাপী ৫২তম আন্তর্জাতিক সীরত মাহফিল উপলক্ষে সাতকানিয়া সরকারি হাসপাতাল সংলগ্ন রেশমী কমিউনিটি সেন্টার (মেরিনা গার্ডেনে) মাওলানা আহমদুল কবির মন্টু’র সভাপতিত্বে আমরা সাতকানিয়া বাসীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত।
স্বাগত বক্তব্য রাখেন মাওলানা জমিল উদ্দীন। বক্তারা বলেন অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রসুল (স:) এর শানে এ মাহফিল প্রবর্তন করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাজী মহিউদ্দিন সাদেক, হাফেজ মাওলানা আব্দুস সালাম, মাওলানা মোস্তাক আহমেদ, সাবেক মেম্বার ফজলুল করিম, ফরিদুল আলম, মাওলানা ইলিয়াস, মাস্টার ফোরকান আহমদ, মাওলানা আব্দুল মালেক। উক্ত অনুষ্ঠানে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) পুলিশ প্রসাশনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান। এস,এম,এস্তাফিজুর রহমান এর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইছুফ, মাস্টার রফিক, শামসুল আলম, নাছির উদ্দিন মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ফারুখ আজম, মো.ইসমাইল, মু.সাইফুল ইসলাম প্রমূখ।
সি-তাজ২৪.কম/এস.টি