কাল ৯ অক্টোবর ২০২২ রবিবার বাদে মাগরিব শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকতের বৈঠক, যিকির ও দোয়া মাহ্ফিল গারাংগিয়ার পীর ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুুফি ক্বারী আবদুল মাবুদ। উল্লেখ থাকে ২১ অক্টোবর দরবারে গারাংগিয়ার বার্ষিক ত্বরিকত সম্মিলন ২০২২ গারাংগিয়া কামিল এমএ মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হবে। মাহফিল সফল করার লক্ষে ১০ অক্টোবর চট্টগ্রাম উত্তর -মহানগরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত অনুরক্তদের শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক তরিক্বত বৈঠক যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছেন।
সি-তাজ২৪.কম/এস.টি