শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ৫ম দিনের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১২ অক্টোবর ২০২২খ্রি. বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন লোহাগাড়া দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওয়াহিদ আহমদ। কালামে পাক থেকে তেলাওয়াত করেন রাশেদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ সাঈদ সোহরাব তানসীর, হাফেজ সুলতানুল হক আফ্ফান। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন তাওসীফ বিন নুর, হাফেজ মুহাম্মদ মাহফুজুর রহমান, এইচ.এম. হাসান মুরাদ, হোছাইন মুহাম্মদ সাঈদী। বাদ আছর অধিবেশনে “ইসলামে সালামের গুরুত্ব ও সালামের জবাব দানের পদ্ধতি” বিষয়ে আলোচনা করেন কক্সবাজার বাহারছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শফিউল আলম। বাদ মাগরিবের অধিবেশনে “গীবত, চরিত্রহনন, কুৎসা রটনা ও অন্যের দোষ খোঁজা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ” এ বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার প্রভাষক (আরবি) শহিদুল ইসলাম নিজামী। বাদ এশার অধিবেশনে “উম্মতে মুহাম্মদী (সা.) এর বৈশিষ্ট্য ও আমাদের করণীয়” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোছাইন ও আলোচনা করেন চট্টগ্রাম নেছারিয়া কমিল মাদরাসার প্রভাষক (আরবি) আলহাজ্ব মাওলানা নুরুল বারী। বক্তারা বলেন, ইসলামের সালাতের গুরুত্ব অপরিসীম। রাসুল (স.) কেউ মজলিশে উপস্থিত হলে যেন সালাম দেয় তার কথা বলেছেন। মজলিশ থেকে চলে যাওয়ার সময়ও যেন সালাম দেয় সে কথাও বলেছেন। সালাম পরস্পরের প্রতি দয়া-মায়া, আন্তরিকতা ভালোবাসা, মমত্ববোধ, দায়িত্ববোধ সহমর্মিতা জাগ্রত করে। মানব মনের অহঙ্কার বড়ত্ব হিংসা-বিদ্বেষসহ অন্যের প্রতি মন্দ ধারণা পোষণও দূরীভূত করে সালাম। এছাড়া সালাম মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। ইহজীবন সুন্দর করার ক্ষেত্রে সালামের বিকল্প নেই।চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, ইসমাইল মানিক, আলহাজ্ব অলি উদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার, মাহাবুবুল হক, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, মোহাম্মদ সোহেল তাজ, মো. জাহেদুল ইসলাম, সাইফুল ইসলাম, আকিল মাহমুদ, শেখ সুলতান মো. রাফি প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.