সরকারি সিটি কলেজ চট্টগ্রাম এর ক্যারিয়ার ক্লাব উদ্বোধনী অনুষ্ঠান “Career Preparedness” সম্পন্ন হয়।
শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১ টা পযর্ন্ত কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের চেয়ারম্যান ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৌমিত্র কুমার মুৎসুদ্দি, হেড অব কর্পোরেট এফেয়ার্স, বি এস আর এম লিমিটেড।পুষ্পিতা চৌধুরী ও তৌহিদ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক প্রফেসর আব্দুল আলিম, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. মেহেদী হাসান।এছাড়া শিক্ষক পরিষদ সম্পাদক আজম আনোয়ার সাদাত এবং গোলাম মহিউদ্দিন।এ অনুষ্টানে শিক্ষার্থী, শিক্ষক, ক্লাবের সদস্য মিলিয়ে সর্বমোট প্রায় ৩৫০ জন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষকবৃন্দ, ক্লাবের এডভাইসর প্যানেল, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম এর ছাত্রলীগ ও ছাত্রসংসদ এর নেতৃবৃন্দ, সেন্ট্রাল টিমের সকল সদস্য, ইয়ার কোর্ডিনেটরসহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে ক্যারিয়ার গঠনের দিকে গুরুত্ব আরোপ করেন। অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্রসংসদ (দিবা ও বৈকালিক) সরকারি সিটি কলেজ চট্টগ্রাম।
সিতাজ২৪.কম/হামিদ