পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা- ২০২২ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, মা সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলীর সভাপতিত্বে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী, আলহাজ্ব ইউনুচ,
ডা. সৈয়দুর রহমান, হাজী ইউসুফ আলী, হাজী বাচা মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় এমপিও ভুক্ত করণে বিশেষ অবদান রাখায় কৃতজ্ঞতাস্বরূপ মরণোত্তর শহীদ আহমদুল হক চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য মো. সোহেল তাজ, দাতা সদস্য মাস্টার মুহাম্মদ ইসাহাক, সংরক্ষিত সদস্য ইছমত আরা বেগম, শিক্ষক প্রতিনিধি বিশ্বনাথ, সদস্য মাস্টার সফিকুল আলম, সাবেক মেম্বার মনসুর আহমদ, মাওলানা জাকারিয়া, সহকারী প্রধান শিক্ষক মো. নুরন্নবী, শিক্ষক লাকী চক্রবর্তী, তরুণ চোধুরী, নুরুল আলম, সুকান্ত বিশ্বাস, চুমকি চক্রবর্তী, আব্দুল মান্নান, ইকবালুর রহমান, আব্দুর রহমান, নিজামুল আলম প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা- ২০২২ এ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
সি-তাজ২৪.কম/এস.টি