G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শিক্ষা উপ-মন্ত্রীর সঙ্গে পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

0

শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপির সাথে পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী সৌজন্য সাক্ষাৎ করেছেন। ৪ ফেব্রুয়ারি ২০২৩খ্রি. শিক্ষা উপ-মন্ত্রীর বাস ভবনে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাতকানিয়া এওচিয়া ইউনিয়নে স্থাপিত পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানতে চান। সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক বিদ্যালয় গড়ে তুলতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার গুণগত শিক্ষার ওপর জোর দিচ্ছে। বিদ্যালয়গুলোকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.