G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

হেরেও চট্টগ্রাম কর আইনজীবী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাহের

0

চট্টগ্রাম কর আইনজীবী সমিতি নির্বাচন ২০২৩ইং নির্বাচনে হেরে গিয়েও চট্টগ্রাম কর আইনজীবী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী কর আইনজীবী মোহাম্মদ আবু তাহের। রবিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমিতির সকল সদস্যদের ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা’ জানিয়ে এ বিবৃতি দেন মোহাম্মদ আবু তাহের। বিবৃতিতে আবু তাহের বলেছেন, ‘চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্য পরিষদ থেকে আমাকে প্রার্থী ঘোষণার পর আমার প্রতি প্রাণপ্রিয় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যে সমর্থন ও ভালোবাসা আমি পেয়েছি, তাতে আমি অভিভূত। নির্বাচন পুনঃতফসিল ঘোষণার পর থেকে প্রচার-প্রচারণায়, গণসংযোগে ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং সদস্যদের পাশে থেকে, অক্লান্ত পরিশ্রম করে আমাকে যে সাহস ও শক্তি যুগিয়েছেন, তাতে আমি নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত লড়ে যাবার অনুপ্রেরণা পেয়েছি। আমার অন্তর থেকে আমার প্রাণপ্রিয় সদস্যদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঐক্য পরিষদের সিনিয়র নেতা থেকে শুরু করে সাধারণ সদস্য সহযোদ্ধারা আমাকে উপদেশ-পরামর্শ দিয়ে এ নির্বাচনে সহযোগিতা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমি মোহাম্মদ আবু তাহের দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সাধারণ সদস্য থেকে উঠে আজকের এ অবস্থানে এসেছি। আমার সঙ্গে চট্টগ্রাম কর আইনজীবী সদস্যদের সাথে হৃদয়ের সম্পর্ক। সমিতির সদস্যদের সুখে দুঃখে অতীতের ন্যায় আগামীতেও পাশে থাকবো ইনশাআল্লাহ
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.