আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের যৌথ উদ্যোগে “যুক্তির সমরে মুক্তির মিছিল”এই প্রতিপাদ্য নিয়ে গত ২০ ও ২১শে ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ‘একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রাক্কালে ভাষার জন্য আত্মবলিদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। চুনতি লাইটহাউস নলেজ সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা, চুনতি সরকারি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়। যুক্তি ও তর্কের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় দল এবং রানার আপ হয় চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা দল। বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন চুনতি লাইটহাউসের সভাপতি সুরাইয়া জান্নাত এফসিএ ও চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দ্বীন মোহাম্মদ মানিক।দু-দিন ব্যাপী এ বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন চুনতির তিন জন কৃতী সন্তান, যথাক্রমে, চট্টগ্রাম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসাইন সিদ্দিকী, বিতার্কিক, লেখক ও সংগঠক রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী ও চুনতি লাইটহাউসের নির্বাহী কমিটির সদস্য কসশাফুল হক শেহজাদ। বিচারকের দায়িত্ব পালন করেন স্বনামধন্য বিতর্ক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, যুগ্ম-সম্পাদক রিদোয়ান আলম আদনান, চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক রুকন উদ্দিন খান, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া সাহেল, চুনতি লাইটহাউসের সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থি রুবাব মিসওয়ার।
নিম্নোক্ত বিষয়ের উপরে বিতার্কিকরা তাঁদের বক্তব্য উপস্থাপন করে: দারিদ্র দূরীকরণ নয়, পরিবেশ রক্ষাই এই শতকের সবচেয়ে বড় বাধা; সংকট স্বাস্থ্যসেবার নয়, বরং স্বাস্থ্য সচেতনতার; মেধাভিত্তিক জাতি গঠনে শিক্ষকের চেয়ে অভিভাবকের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ; আমাদের মতো দেশকে সামনে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার; ইন্টারনেট শিক্ষার্জনে ক্ষতিকর নয়, বরং সহায়ক; সফলতা অর্জনের জন্য দারিদ্র প্রধান অন্তরায় নয়; আইনের কঠোর প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে; শিক্ষিত তরুণ প্রজন্ম উদ্যোক্তা হওয়ার চেয়ে চাকুরিজীবী হতে বেশি আগ্রহী; আমরা একুশের পথেই হাঁটছি।পুরস্কার বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “জ্ঞানার্জনের সৃজনশীল একটি মাধ্যম হিসেবে শিক্ষার্থীদের জন্য বিতর্ক চর্চার ভূমিকা অপরিসীম।” গ্রাম পর্যায়ে এ ধরণের একটি বিতর্ক সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়ায় তাঁরা চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে আগামীতে এ ধরনের আয়োজন চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিচারকমন্ডলীর রায়ে চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারিফ আযহান সিদ্দিকী “একুশে বিতর্ক প্রতিযোগিতা ২০২৩”-এর সেরা বিতার্কিক এবং মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা আক্তার ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।
সি-তাজ২৪.কম/এস.টি
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.