১২ এপ্রিল ২০২৩ রোজ বুধবার ২০ রমজান বাদে আছর হতে শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের ইফতার মাহফিল, মাসিক ত্বরিকতের বৈঠক, যিকির ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রহমানুয়ে শরিয়ত পীরে তরিকত হযরত শাহ মাওলানা মাহামুদুল হক মজিদী, পীরছাহেব গারাংগিয়া দরবার শরীফ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, ওলামা-মশায়েখসহ গারাংগিয়া তরিকার খলিফাবৃন্দ আলোচনা পেশ করবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে ট্রাস্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী সকল ভক্তবৃন্দদের শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের ইফতার মাহফিল, মাসিক তরিক্বত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সি-তাজ২৪.কম/এস.টি
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.