আগামী ৯জুলাই ২০২৩ রবিবার বাদে মাগরিব শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকতের বৈঠক, যিকির ও দোয়া মাহ্ফিল গারাংগিয়ার বর্তমান পীর ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে মাগরবি ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুুফি ক্বারী আবদুল মাবুদ। উক্ত মাহফিলে কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত অনুরক্তদের কমপ্লেক্সের মাসিক তরিক্বত বৈঠক যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছেন।
সি-তিাজ২৪.কম/এস.টি
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.