কাল ১২ জুলাই রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে ২৩ শর্তে সমাবেশের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
একই শর্তসাপেক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।
এর মধ্যে বিএনপিকে বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিংগেল মোড়ের মধ্যবর্তী স্থানে) সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগও সমাবেশের জোর প্রস্তুতি চালাচ্ছে।
পুলিশ জানায়, আওয়ামী লীগ ও বিএনপিকে এক ও অভিন্ন শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার আগে দুই দলের সঙ্গেই এ নিয়ে কথা বলছে ডি্মপি পুলিশ।
সি-তাজ২৪.কম/এস.টি