আশেকে রসুল (সঃ) হযরত আলহাজ্ব শাহ্ মওলানা হাফেজ আহমদ (রাহঃ) শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক আন্তর্জাতিক ১৯দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর ৫৩তম আসর উপলক্ষ্যে তেলাওয়াতে কুরআনুল করিম এবং না’তে রাসুল (সঃ) এর অডিশন রাউন্ড ১৫ জুলাই শনিবার সকাল ৯টা হতে সীরত ময়দান সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হয়।
অডিশন রাউন্ড এর উদ্বোধন করেন মাহফিল মতোয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শাহ্ হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। সীরতুন্নবী (স.) মাহফিল মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শাহজাদা আব্দুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত বলেন ১০মে থেকে নিবন্ধন শুরু হয়ে ১০জুলাই পর্যন্ত
সারাদেশ থেকে প্রতিযোগিরা না’তে মুস্তফা (সঃ) ১৮৫ জন ও কোরাআন তেলাওয়াতে ১৬৫ জন প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেন। তাদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের প্রাথমিকভাবে নির্বাচিত করে ১৯ দিনব্যাপী ৫৩তম মাহফিলে সীরতুন্নবী (সঃ)-এ সুযোগ দেয়া হবে। অডিশন রাউন্ডে বিচারক হিসাবে যারা উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মাদ খুরাইব, চুনতী হাকিমিয়া হেফজখানার শিক্ষক মাওলানা মুহাম্মদ কাসেম, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী জালাল উদ্দিন মুনিরী, পুটিবিলা হামিদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক শওকত উল্লাহ ফারুকী,
মাওলানা মুহাম্মদ আবদুল হাফিজ ফারুকী, মাওলানা কারী মাওলানা আনিসুর রহমান, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আবদুল হামিদ, চুনতী মসজিদে বায়তুল্লাহর খতিব মাওলানা হাফেজ সালাহ উদ্দিন হাবিবি, চুনতী শাহ মঞ্জিল হা-মীম একাডেমীর
শিক্ষক মাওলানা মোহাম্মাদ রুকন উদ্দিন, মাওলানা সৈয়দ নূর, নুরুল কিবরিয়া সাকি,
মাওলানা শাহেদুল আনোয়ার সাদ। অডিশন রাউন্ডে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুনতী হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, শাহ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা তৈয়বুল হক বেদার, মুতয়াল্লি কমিটি সদস্য এইচ.এম মাহবুবুল হক, নির্বাহী কমিটির সদস্য সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, মাওলানা জিয়াউল করিম, মাওলানা আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, শেখ সোলাতান মোহাম্মদ রাফি, আব্দুল্লাহ আল আকরাম হাদি।
সি-তাজ২৪.কম/এস.টি