G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স হিজরি নববর্ষ ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

0

শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ছড়ারকুল-পুকুরিয়া-বাঁশখালীর উদ্যোগে হিজরি নববর্ষ ও শোহাদায়ে কারবালা মাহফিল ২৯ জুলাই ২০২৩ইং শনিবার কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার উপাধ্যক্ষ হজরত মাওলানা মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাঁশখালী জলদি হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আজিজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ক্বেরাত পরিবেশন করেন মুহাম্মদ সাইমুন ইসলাম, কুরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল হাজী ও তানফিসা সুলতানা, হাদীস পাঠ করেন মুহাম্মদ ইছহাক, হামদে বারি তাআলা নাসরিন সুলতানা রিহা ও জান্নাতুল মাওয়া। উদ্বোধনী আলোচক ছিলেন অত্র কমপ্লেক্স এর অধ্যক্ষ মাও. মো. ইউছুপ আনছারী। নাতে রাসুল (স.) পরিবেশন করেন শামীমুল ইসলাম, ইব্রাহিম ছিদ্দিক আনাস, মো. ইরফানুল হক। স্বাগত বক্তব্য রাখেন অত্র কমপ্লেক্স এর সভাপতি এড. কে. এম নাজমুল হক সিকদার। আলোচক হিসেবে ছিলেন মাদরাসার শিক্ষক মাও. নুরুল আমিন জাহেদ, শিক্ষক হাফেজ মাও. বোরহান উদ্দীন, টেমা ফ্যাশন ওয়্যার লি. এর ম্যানেজার কে. এম. নঈমুল হক সিকদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ম্যানেজার মাও. এরশাদুল হক, অত্র কমপ্লেক্স হিফজ বিভাগের পরিচালক মাও. এরফানুল হক সিকদার, বৈলতলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা শফিকুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মো. সোহেল তাজ, অত্র কমপ্লেক্স প্রজেক্ট ডাইরেক্টর মো. সালাউদ্দীন, তরুণ সমাজসেবক শাহেদুল হক সিকদার, প্রবাসী মো. শফিকুল আলম, অত্র কমপ্লেক্সের সম্মানিত শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র মাদরাসার শিক্ষক এম ডি. নুরুল আমিন।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.