G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মহানবীর সুমহান আদর্শ ও চরিত্র অনুসরণ করাই মুমিনজীবনে উম্মতের কর্তব্য

0

১০ ই নভেম্বর রোজ জুমাবার খুলশী গারাংগিয়া মসজিদ কমপ্লেক্সে রহমাতুলল্লিল আলামিন (স:)রিসার্চ একাডেমীর উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাহমাতুললিল্ আলামিন (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রিসার্চ একাডেমির পরিচালক ড. এনামুল হক মোজাদ্দেদি।বক্তারা বলেন মহানবীর সুমহান আদর্শ ও চরিত্র অনুসরণ করাই মুমিনজীবনে উম্মতের কর্তব্য। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় লাভ করা। নবী-রাসুল প্রেরণের লক্ষ্য হলো মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

তাই আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুল (সা.)–এর পথ অনুসরণ করতে হবে। অর্থাৎ রাসুল (সা.) যা যা করেছেন বা করতে বলেছেন, তা করতে হবে। আর যা করেননি বা করতে বারণ করেছেন, তা বর্জন করতে হবে।মুহাম্মদ সোয়েব হোসেন ফারুকী’র সঞ্চালনায় আলচোনা করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্স বিশবিদ্যালয় পরিচালক ও শাহ মজিদিয়া রশিদিয়া ফাউন্ডেশন চট্টগ্রামের সহ-সভাপতি ,প্রফেসর ড.এ কে এম সাইফুদ্দিন,চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অধ্যাপক ড. শফিকুল ইসলাম,ঢাকা ভিশন চক্ষু হাসপাতাল,সিনিয়র কনসালটেন্ট ডা: সৈয়দ মুহাম্মদ আসিফ, পটিয়া সরকারী কলেজ বাংলা বিভাগের প্রফেসর ইলিয়াস ফারুকী,বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দঙ্গিনজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রির্স, চট্টগ্রাম সরকারী মডেল কলেজ এর সহকারী অধ্যাপক ড.মুহাম্মদ ওয়ালি উল্লাহ মঈন,কাজী মাওলানা এ বি এম মুহিবুল্লাহ,অধ্যাপক মুহাম্মদ সাব্বির আহমদ,মাওলানা মাহমুদুর রহমান,শাহজাদা এ,টি,এম রশিউদ্দীন শিদ্দিকী সাহিন,মাওলানা আবুল লাইস, মো: আশরাফুল হক এফসিএ,মাওলানা মোহাম্মদ নোমান,ইঞ্জিনিয়ার জাবেদ নেওয়াজ লিটন, এনায়েত করিম চৌধুরী,কাজী আবদুল হক শাহীদ,এইসময় আর উপস্তিত ছিলেন মোহাম্মদ আব্দুর নুর,মোহাম্মদ মঈনিউদ্দিন,মোহাম্মদ আলি,মোহাম্মদ ইমরানুর রহমান,মোহাম্মদ কায়ছার হাবিব। সেমিনারে উপর পর্যালোচনা ও বক্তৃতা করেন দেশবরেণ্য স্কলারগণ। এরপর উপস্থিত সবার মাঝে তবররুক বিতরণ এর মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়।
সি-তাজ২৪কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.