৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মহিবুল হাসান চৌধুরীর নওফেলের সমর্থনে ২০ ডিসেম্বর রাত ৮টায় বংশাল রোডস্থ সিপিডিএল কমিউনিটি হলে ৩৩নং ফিরিঙ্গি বাজার খ ইউনিটের সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী খোকনের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়
। খ ইউনিটের সভাপতি জোবায়ের কাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শফিক আদনান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবু স্বপন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ কাউন্সিলর হাছান মুরাদ বিল্পব ,
৩৩ ৩৪ ৩৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লুৎফুরন্নেছা দোভাষ বেবি, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদ্যস আশরাফুল আলম বাবুন,জহির আহমদ বাবুলহক,আশিষ চৌধুরী পিন্টু,রেজাউল্লাহ খোকন,তারেক সর্দ্দার,মোঃ ইলায়ছ,এডভোকেট তপন,
আব্দুল মাবুদ,মাসুদ করিম,হারুনুর রশীদ, ইশতিহার উদ্দিন পারভেজ,এতে আরো বক্তব্য রাখেন আফসার উদ্দিন, নুরি আসমা,মোঃ আসাদ,হোসেন আহমদ রাসেল, নিজামুদ্দিন রুবেল,বাপ্পি দাস, হায়দার হোসাইন হামিম,প্রমুখ
সি-তাজ২৪.কম/এস.টি