G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

আওয়ামী লীগ নেতা মো.ইউনুছ সিডিএ’র নতুন চেয়ারম্যান

0

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। বুধবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

 

তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য। ইউনুছ চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব পদে আছেন।

 

 

ইউনুছ এম জহিরুল আলম দোভাষ স্থলাভিষিক্ত হবেন। এর আগে সর্বশেষ চেয়ারম্যান হিসেবে আজ দোভাষের মেয়াদ শেষ হয়। দোভাষ টানা দুই মেয়াদে পাঁচবছর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব ভাস্কর দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা-৭ অনুযায়ী মোহাম্মদ ইউনুছকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

 

 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ অফিস আদেশ জারি করা হলো।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে সরকার সিডিএ চেয়ারম্যান পদে রাজনৈতিক নিয়োগ দিয়ে আসছে। ওই সময় সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) আবদুচ ছালামকে। একাধিক দফায় নিয়োগ পেয়ে টানা ১০ বছর সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে ছালাম।

 

 

এরপর ২০১৯ সালের ১৮ এপ্রিল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. জহিরুল আলম দোভাষকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০২১ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে আবার তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন জহিরুল।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.