চট্টগ্রাম কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদ-২০২৪-এর ৪র্থ সভা গত ২৯ মে বৃহস্পতিবার বিকেলে সমিতির ১নং মিলনায়তনে সভাপতি কর আইনজীবী আলহাজ্ব মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরানের পরিচালনায় সমিতির সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর আইনজীবী এহতেশামুল আলম চৌধুরী পাপ্পু, যুগ্ম সম্পাদক খালেদ বিন সরওয়ার জনি।
এ সময় আরও বক্তব্য রাখেন কুতুব উদ্দীন, মো. ইয়াছিন, নোমানউল্লাহ রেজা, এড. মোমতাহিনা প্রমুখ। সভায় সভাপতি তাঁর বক্তব্যে সবাইকে অভিনন্দন জানান এবং ঐক্যবদ্ধভাবে সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।