G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

খুটাখালীর পীর ছাহেব হাফেজ শাহ আবদুল হাই (রাহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ২২ জানুয়ারী

0

চকরিয়া প্রতিনিধি: ক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর পীর ছাহেব মরহুম হাফেজ শাহ আবদুল হাই (রাহঃ) এর ৭ম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল দু’দিনব্যাপী আগামী ২২ জানুয়ারী দুপুরে শুরু হয়ে ২৩ জানুয়ারী ২০২৫ইং সম্পন্ন হবে।

হযরত শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রাহ.) ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাওলানা এসএম আনোয়ার হোসাইন দু’দিন ব্যাপী মাহফিল ও ত্বরিকত সম্মেলনে সকলকে উপস্থিত হয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলনে হাজার হাজার মুরিদান, ভক্ত-অনুরক্ত এদিন উপস্থিত হবেন। মাহফিলে অন্তত লক্ষাধিক মানুষের জন্য এখানে খাবার (তবরুক) ব্যবস্থা করা হয়।

যার ব্যয়ভার নেন স্থানীয় ও দূর-দুরান্ত থেকে আগত ভক্ত-অনুরক্ত এবং মাহফিল বাস্তবায়ন পরিষদ। হযরত শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রাহঃ) ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ২য় বারের মত খুটাখালী উচ্চ বিদ্যালয় ময়দানে রবিবার বাদ জোহর আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ইছালে ছওয়াব মাহফিল।

মরহুম পীর ছাহেব কেবলা (রহঃ) প্রবর্তিত এই মাহফিলে বাংলাদেশের প্রতিটি জেলার মুরীদানরা এদিন অংশগ্রহণ করবেন।

হাফেজ শাহ আবদুল হাই (রাহঃ) ফাউন্ডেশনের সাবলীল ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জেলার লোকজনের সার্বিক সহযোগিতায় মাহফিলের প্রচার-প্রচারনা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। মাহফিলে দেশের নামকরা বিভিন্ন ওলামায়ে কেরাম, আলেম ওলামা তাকরির পেশ করবেন ও উপস্থিত থাকবেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.