G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কাঞ্চনা শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের ১৫তম বার্ষিক সভা ৩১জানুয়ারি

0

সাতকানিয়া মনুফকিরহাট কাঞ্চনাস্থ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের ১৫তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন এবং হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ.) সহ সকল মুরুব্বীগণের ইছালে ছওয়াব মাহফিল আগামী ৩১ জানুয়ারি শুক্রবার  ২০২৫ বাদ ফজর অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মহাপরিচালক, মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদি পীর সাহেব কেবলা, গারাংগিয়া, সাতকানিয়া।

উক্ত অনুষ্ঠানে সবাইকে কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আহমদ হোসেন চৌধুরী যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানান।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.