দরবারে আলীয়া গারাংগিয়া ত্বরিক্বত সম্মেলন আগামী ২১ অক্টোবর মঙ্গলবার বাদে আসর থেকে ২০২৫ ইং আজমগড়ি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র গারাংগিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসাসহ অসংখ্যা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রাহনুমায়ে শরীয়ত হযরত শাহ্সূফী আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ (র.) প্রকাশ বড় হুজুর কেবলা (র.) এর ৪৮তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে সারারাতব্যাপি ত্বরিক্বত সম্মেলন, যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল এবং প্রত্যেকের মরহুম পিতা-মাতা ও মুরব্বিগণের জন্যে ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ১২ অক্টোবর রবিবার, নগরীর আগ্রাবাদ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে বাদে যোহর এক প্রস্তুতি সভা ও নিয়মিত মাসিক ত্বরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহ্ফিল দরবারে আলীয়া গারাংগিয়ার পীর সাহেব ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শাহসুফি মাওলানা মাহমদুল হক মজিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। বাদে মাগরিব ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুুফি ক্বারী আবদুল মাবুদ। সংশ্লিষ্ট সকলকে ও ভক্ত-অনুরক্তদের উক্ত প্রস্তুতি সভা, মাসিক তরিক্বত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন কমপ্লেক্সের পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী।
সি-তাজ২৪.কম/এসে.টি