G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের মতবিনিময় সভা

0

বিশ্ব সমাদৃত এবং বাংলার জমিনে প্রতিষ্ঠিত একমাত্র ত্বরিকা “ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়া”-এর প্রবর্তক হুজুর গাউসুল আযম শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-এর বার্ষিক পবিত্র ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রাম মহানগর জোনের আওতাধীন সকল শাখা কমিটির মাঝে পবিত্র ওরশ শরীফের চিঠি বিতরণ এবং আসন্ন ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর খোশরোজ শরীফ উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখের সেমিনারকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা ২৯ নভেম্বর, শনিবার, বিকাল চারটায় মাদ্রাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তন, বশর মার্কেট সংলগ্ন, হামজার বাগ-বিবিরহাট, পাঁচলাইশ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য মীর শফিউল আলম নিজাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ—মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জামান আশরাফ, নুরুল করিম নুরু, মোঃ আশরাফ উদ্দীন সিদ্দিকী এবং চট্টগ্রাম মহানগর সকল জোনের সম্মানিত সমন্বয়কবৃন্দ ও শাখা কমিটি সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

সিতাজ২৪.কম/এসে.টি

Leave A Reply

Your email address will not be published.