স্টাফ রিপোর্টার: সাতকানিয়া চৌকি আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতি. জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিক।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ৩০ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই নিয়োগের আদেশ প্রদান করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব সানা মুহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত সরকারি কৌঁসুলি এডভোকেট হাফিজুল ইসলাম মানিক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ছোট হাতিয়া মিয়া পাড়ার বাসিন্দা এবং মরহুম শামশুল আলমের জ্যেষ্ঠ সন্তান।
তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একইসঙ্গে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।নিয়োগের সংবাদে ডাক্তার মোহাম্মদ ফেরদৌস আলম ও সহকর্মী আইনজীবী,
রাজনৈতিক সহচর ও স্থানীয় জনসাধারণ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় আইন-অঙ্গনের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সিতাজ২৪.কম/এস.টি