কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর পীর ছাহেব মরহুম হাফেজ শাহ আবদুল হাই (রহঃ)-এর ৮ম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলন আগামী ২২ ও ২৩ জানুয়ারি ২০২৬ ইং দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে। মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ জোহর এবং শেষ হবে শুক্রবার (২৩ জানুয়ারি)।
হযরত শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় খুটাখালী উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাওলানা এস. এম. আনোয়ার হোসাইন দুই দিনব্যাপী এ মাহফিল ও ত্বরিকত সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের ভক্ত-অনুরক্ত, মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ শাহ আবদুল হাই (রহঃ)-এর ইছালে ছওয়াব মাহফিলে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুরিদান ও ভক্ত-অনুরক্তের সমাগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
মাহফিলে অন্তত লক্ষাধিক মানুষের জন্য খাবার (তবরুক) ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। এই ব্যয়ভার বহন করবেন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত ভক্ত-অনুরক্ত এবং মাহফিল বাস্তবায়ন পরিষদ।
মরহুম পীর ছাহেব কেবলা (রহঃ) এই ইছালে ছওয়াব মাহফিলে বাংলাদেশের প্রতিটি জেলার মুরিদানরা অংশগ্রহণ করবেন। ফাউন্ডেশনের সুশৃঙ্খল ও সুবিন্যস্ত ব্যবস্থাপনায় এবং দেশের বিভিন্ন জেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় ইতোমধ্যে মাহফিলের প্রচার-প্রচারনা কার্যক্রম শুরু হয়েছে।
মাহফিলে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, আলেম-উলামা ও মাশায়েখগণ তাকরির পেশ করবেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।
সিতাজ২৪.কম.এস.টি