চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উপমহাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী,অন্যতম শ্রেষ্ঠ বাঙালী,স্যার জগদীশ চন্দ্র বসুর ১৬২তম জন্ম জয়ন্তী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা সোমবার সন্ধ্যায়
ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা,সঙ্গীত ও আবৃত্তিতে অংশ নেন শিক্ষক বাবুল কান্তি দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত কুমার দাশ,পশ্চিমবঙ্গের কবি, রাজীব ঘাঁটি, শিক্ষক বিজয় শংকর চৌধুরী,লেখক আলমগীর আলম,সাফাত বিন সানাউল্লাহ,কবি আসিফ ইকবাল,সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,সুকুমার দে,সুমন চৌধুরী প্রীতম আচার্য,দাশ,সুচয়ন দে জয় প্রমুখ। সভায় বক্তারা বলেন
বিশ্ব বরেণ্য বাঙালি বিজ্ঞানী, বেতার যন্ত্রের আবিষ্কারক স্যার জগদীশ চন্দ্র বসু।যাঁর সম্পর্কে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন -তাঁর প্রতিটি আবিষ্কারের জন্য হওয়া উচিত এক একটি বিজয় স্তম্ভ। বাঙালিরা বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে নিউটন,আইনস্টাইনের চেয়ে কম যায়না তিনি তা প্রমান করেন।
সি-তাজ.কম/এস.টি