G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

করোনার কারণে যথেষ্ট স্টাফ নেই, বাংলাদেশি স্টুডেন্ট ভিসা প্রার্থীদের উদ্দেশ্যে জার্মান রাষ্ট্রদূত

0

 

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টস জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে দূতাবাসে যথেষ্ট স্টাফ নেই। তবে শীঘ্রই বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং এ মনোনিবেশ করবে দূতাবাস। বাংলাদেশি এক ‘স্টুডেন্ট ভিসা’ প্রার্থীর ভিসার জন্য সাক্ষাৎকারের আহবানের জবাবে রাষ্ট্রদূত একথা জানান।

সম্প্রতি ওই ভিসাপ্রার্থী শিক্ষার্থী রাষ্ট্রদূতের উদ্দেশ্যে টুইটে লিখেনঃ

“আমার অর্ধেক পড়াশোনা অনলাইনে শেষ হয়েছে আর এখন বিশ্ববিদ্যালয় চায়, আমি যেন পরের সেমিস্টার থেকে সরাসরি ক্লাস করি। আর এদিকে এক বছর হয়ে গেছে আমি জার্মান দূতাবাসে সাক্ষাৎকার দেয়ার জন্য অপেক্ষা করছি। আর কোন ‘শাটডাউন’ সইবার ক্ষমতা আমাদের নেই! দয়া করে স্টুডেন্ট ভিসা চালু করুন।”

ওই শিক্ষার্থীর টুইটটি রিটুইট করে রাষ্ট্রদূত লিখেন”

“সব ধরনের অসুবিধা এবং সমস্যার জন্য আমি খুব দুঃখিত। আমরা বিষয়টি সম্পর্কে খুবই সচেতন। করোনা পরিস্থিতির কারণে আমাদের যথেষ্ট স্টাফ নেই। আমরা শীঘ্রই আমাদের ভিসা সেকশনের জন্য নতুন টিম গঠন করবো এবং শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং এ মনোনিবেশ করবো।”।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.