G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালী মৎস্য অধিদপ্তরের আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ করলেন- সাংসদ মোছলেম উদ্দীন

0

 

প্রভাস চক্রবর্ত্তূ,বোয়ালখালী: আমরা ভাতে মাছে, বাঙ্গালী বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেছন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

ভাত ও মাছ বাঙালি প্রধান খাদ্য। এ বছর মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনিল অর্থনৈতিক অগ্রগতি, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’-এ শ্লোগানে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে মাছে-ভাতে বাঙ্গালীর চিরন্তন বৈশিষ্ট ফিরিয়ে আনতে দেশের মৎস্য খাতকে বিকশিত করতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলে মৎস্য সম্পদ অর্জনে বিশ্বে অনন্য অবদান রাখতে সক্ষম হব। এ লক্ষ্য নিয়ে কাজ করলে বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী মৎস্য খাত হবে দ্বিতীয় প্রধান বৈদিশিক মুদ্রা অর্জনকারি সম্পদ।

২৯ আগস্ট মৎস্য অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ- সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম, সহকারি মৎস্য কর্মকর্তা শিমুল বড়ুয়া, মেরিন ফিসারিজ কর্মকর্তা রাশোআদে মোরসালিন, অফিস সহকারি প্রকাশ কুমার দাশ, মো. নোমান ও রিন্টু চাকমা, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

Leave A Reply

Your email address will not be published.