G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

0

 

বৃহত্তর চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন ‘চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ’-এর নেতৃবৃন্দের মধ্যে অসচ্ছল চালক ও শ্রমিকদের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আজ ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর টাইগারপাস সংলগ্ন বিন্নাঘাস প্রজেক্ট মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ মিনহাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন চসিক মেয়রের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. ইসমাইল।
উপহারসামগ্রী বিতরণকালে মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, বর্তমান সরকার করোনা সংকটকালে নানা শ্রেণিপেশার মানুষের পাশে ছিলেন। পরিবহন শ্রমিকদের কল্যাণেও সরকার সবসময় পাশে ছিল। তিনি আরো বলেন, করোনাকালের শুরু থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরিবহন শ্রমিকদের নানা সমস্যা ও সংকটের কথা আন্তরিকতার সাথে শুনেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি বিশিষ্ট সংগঠক স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা মো. কালিম শেখ, সহ-সভাপতি মো. আবু হানিফ জনি, মো. হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ ফরায়েজী, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজু, দপ্তর সম্পাদক পিন্টু চন্দ্র দাস, আন্তর্জাতিক সম্পাদক মো. আবদুল আলিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সড়ক বিষয়ক সম্পাদক নিরঞ্জন দাশ, কার্যনির্বাহী সদস্য মো. আলী আকবর শেখ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.