দুনিয়া ও আখেরাতের কল্যাণে দ্বীন শিক্ষার বিকল্প নেই
চুনতীর ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৫তম দিবসের আলোচনায় বক্তারা
শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৫তম দিবসের অনুষ্ঠান ১ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত সোমবারের আয়োজনে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ গোলাম রব্বানী ও ক্বারী মাওলানা নুর আহমদ। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মোজাফফর আলী, মুহাম্মদ আবদুল হক ও মুহাম্মদ খলিলুল্লাহ সোহাগ। ছদরে মাহফিল ছিলেন এশায়াতুল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু নসর হাসসান। আলোচনায় অংশগ্রহণ করেন নাছিরাবাদ মিসবাহুল উলুম মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আজিজুল হাসান, পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা হোছাইন মাহমুদ ও লোহাগাড়া রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা সৈয়্যদুল আলম আরমানি। আলোচনায় অংশ নিয়ে তাঁরা বলেন, আলেম হতে হলে তাকে ইলমে শরীয়ত ও ইলমে মারিফত অবশ্যই অর্জন করতে হবে। ইলমে শরীয়ত ও ইলমে মারিফতের পূর্ণাঙ্গ রূপই হচ্ছে ইলমে দ্বীন। কারো মধ্যে উক্ত দুপ্রকার ইলমের কোন একটি অনুপস্থিত থাকলে তাকে কখনও আলেম বলা যাবে না। এই বিশ্বে চিকিৎসাবিদ, ভূতত্ত্ববিদ, গণিতবিদ ও দার্শনিক হিসেবে যারা বিশ্বখ্যাতি অর্জন করেছেন তাঁরা সবাই ছিলেন ইলমে দ্বীনে অগাধ পা-িত্যের অধিকারী। ইলমে দ্বীন ব্যতীত কেউই চিকিৎসাবিদ, বৈজ্ঞানিক ও দার্শনিক হতে পারবেন না। সকল ক্ষেত্রে প্রকৃত জ্ঞান, তথ্য ও তত্ত্ব পেতে হলে তাকে অবশ্যই ইলমে দ্বীন অর্জন করতে হবে। দুনিয়া ও আখেরাতের অশেষ কল্যাণে ইলমে দ্বীন শিক্ষার বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা ছাড়া মুক্তির কোনো উপায় নেই। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা অলি উদ্দিন, হাফেজুল হক নিজামী, আলহাজ্ব আবু তাহের, মাহবুবুল হক, ইমাম বায়হাকি, মোহাম্মদ জাহেদ প্রমুখ।