G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কাল চুনতী ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) আরম্ভ

0

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স:) শাহ মঞ্জিল সীরত ময়দানে কাল ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার বাদে যোহর থেকে আরম্ভ হবে। ১৫ অক্টোবর ২০২৩ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মাহফিলের সমাপ্তি হবে। মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত জানিয়েছেন, প্রতিবছরের মত মাহফিলকে তাৎপর্যময়, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক ও স্থানীয়রা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি সীরত মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সীরত মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবারের সীরতুন্নবী (স.) মাহফিলের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. মাওলানা আবু রেজা মুহাম্মদ নেজুমুদ্দীন নদভী।

উল্লেখ্য, ঐতিহাসিক এই সীরত মাহফিল গতানুগতিক ধারার কোন মাহফিল নয় বরং এটি সাধারণ মানুষের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত এক শিক্ষাকেন্দ্র। মাহফিলে বিভিন্ন সিলসিলার আলেমরা কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা করে থাকেন।

এই মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথা হায়াতে জিন্দেগির পুরো বিষয়সহ বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। ১৯৭২ সালে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে বিশ্ববরেণ্য আলেমে-দ্বীন, চুনতীর হযরত মাওলানা শাহসুফি হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.) প্রথম সীরতুন্নবী (স.) মাহফিলের প্রবর্তন করেন। প্রতি বছরের মত এবারের সীরতুন্নবী (স.) মাহফিলেও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং তাঁর আনীত পবিত্র জীবনব্যবস্থা ইসলামের জরুরী বিভিন্ন বিষয়ের উপর সারগর্ভ আলোচনা করবেন শতাধিক দক্ষ ও অভিজ্ঞ আলেমেদ্বীন। এছাড়াও উপস্থিত থাকবেন দেশবরেণ্য ওলামা- মাশায়েখ,শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ, স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন জনপ্রতিনিধি।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.