G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

আল রাওয়া ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

0

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে আল রাওয়া ইংলিশ স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে পাঁচলাইশস্থ স্কুলের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ফোরাম চট্টগ্রামের চেয়ারম্যান ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু তাহের।

প্রধান অতিথি বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের শিশুরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক প্রফেসর ডঃ মনির হোসেন, নুরুল আবছার, বেগম লুৎফুনেছা, প্রতিষ্ঠান এর শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.