G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

তনজিমুল মোছলেমিন এতিমখানার নিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আলহাজ্ব আবুল বশর আবু।

0

বাশার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল বশর আবু ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত (রাহ.) মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমিন এতিমখানার নিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বলেন,

সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।

তিনি বলেন, কনকনে শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তাদের মুখে হাসি ফোঁটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসা। তিনি বলেন, আমরা চাইলেই এসকল দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি।

এর জন্য অঢেল বিত্ত-বৈভবের মালিক হওয়ার কোন প্রয়োজন নেই। মধ্যবিত্ত পরিবারের লোকেরাও করতে পারেন অনেক কিছু। আমাদের উপার্জিত অর্থের সামান্য পরিমাণও যদি এসকল অসহায়দের জন্য আমরা বরাদ্দ করি তাহলে বিন্দু বিন্দু সে দান শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।

এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপি’র কোতোয়ালি জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

সিতাজ২৪.কম/এসে.টি

Leave A Reply

Your email address will not be published.