সিলেটকে ২৪ রানে হারালো ঢাকা প্লাটুন। এনিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় পেলো ঢাকা। এদিকে টানা তৃতীয় হারে পয়েন্ট তালিকায় সিলেটের অবস্থান তলানিতে।
শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাট করতে পাঠায় সিলেট থান্ডার দলনেতা মুসাদ্দেক হোসেন। উদ্বোধনী জুটিতে ঢাকার স্কোর বোর্ডে যোগ হয় ৮৫ রান। তামিম ৩১ রান করে আউট হন। আক্রমণাত্মকভাবে রান তুলতে থাকেন এনামুল। আউট হওয়ার আগে ৪২ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৬২ রান করেন এনামুল হক। ইভান্স ২১ বলে ২১ রান করে আউট হন। শেষ দিকে জাকের আলীর ১২ বলে ২০ এবং থিসারা পেরেরার ১১ বলে ২২ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে মাফরাফির দল।
১৮৩ রানের লক্ষে খেলতে নামা সিলেট দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে। দলীয় ৫২ রান নিতেই চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সিলেট। কিছুটা সামাল দেয়ার চেষ্টা করেন দলনায়ক মুসাদ্দেক হোসেন। হার না মানা ৬০ রান করলেও অন্য দায়িত্বশীল ব্যাটসম্যান না পাওয়ায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১৫৮ রান করতে পারে।
ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও হাসান মাহমুদ।