G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার: ওবায়দুল কাদের

0

 

ক্ষমতাসীন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওইদিন সভাপতিমণ্ডলীর সভা শেষে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানান তিনি।

আজ (রবিবার) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার আমাদের প্রেসিডিয়াম মিটিং আছে, এর মধ্যে একটা খসড়া প্রস্তাব ও প্রেসিডিয়ামে আলাপ-আলোচনার পর সেদিনই পূর্ণাঙ্গ কমিটি আশা করছি।’

দ্বিতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের বলেন, ‘কমিটিতে এখন অর্গানাইজিং সেক্রেটারি, ধর্ম সম্পাদক, শিল্প-বাণিজ্য, কোষাধ্যক্ষ, অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক- এ কয়টি পদ আছে। আর নিচের দিকে পুরো ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম ঘোষণা বাকি। পুরোটা ঘোষণা হলে পূর্ণাঙ্গ চিত্র পেয়ে যাবেন।’

দলের ২১তম সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনা টানা নবমবারের সভাপতি এবং ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ৮১ সদস্যের মধ্যে ৪২ জনের নাম জানিয়ে দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি গঠনের মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা পুনর্বিন্যাস একটি রুটিন ওয়ার্ক। নতুন বছরে এটা হতে পারে।’

আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপি। এটাকে গণতন্ত্রের জন্য মঙ্গলজনক হিসেবে দেখছেন ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য বিরোধী দলের নেতারা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। বিএনপি এলে ভালো হতো। শুভ খবর বয়ে আনত।’

Leave A Reply

Your email address will not be published.