G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বিশ্বজুড়ে করোনায় এক লাখ ২৬ হাজার ৬শ জনের মৃত্যু হলো

0

 

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৬ হাজার ৯শ ৮১ জনের প্রাণ গেছে। সবমিলিয়ে বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৬শ জনের মৃত্যু হলো। আর আক্রান্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ।  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। বিশ্বের আর কোনও দেশে একদিনে এত লোক করোনায় মারা যায়নি। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজার ৪শ ৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে সবমিলিয়ে করোনায় প্রাণ হারালেন ২৬ হাজার ৪৭ জন। আক্রান্ত হয়েছে ছয় লাখ সাড়ে ১৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৯ হাজার মানুষ।

এরপর পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। ২৪ ঘন্টায় দেশটিতে ৭শ ৭৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১০৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৯৩ হাজার ছাড়িয়ে গেছে।

ফ্রান্সে নতুন করে ৭শ ৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১৫ হাজার ৭শ ২৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ৮শ ৫ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬শ ২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর মৃত্যুর মিছিল কিছুটা বৃদ্ধি পেল। সেখানে এখন পর্যন্ত ২১ হাজার ৬৭ জন করোনায় মারা গেছে। সবমিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৬২ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষ।

ইউরোপের আরেক দেশ স্পেনেও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪শ ৯৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ২শ ৫৫ জন মারা গেছে। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৭৪ হাজার। তবে সুস্থ হয়েছে ৬৭ হাজার ৫শ জন।

ইউরোপের  আরেক দেশ জার্মানিতেও  প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩শ ১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে তিন হাজার ৪৯৫ জনের মৃত্যু হয়েছে । আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়েছে ৬৮ হাজারের বেশি মানুষ।

বেলজিয়ামে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২শ ৫৪ জন। দেশটিতে এখন পর্যন্ত চার হাজার ১শ ৫৭ জন করোনায় মারা গেছে। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে। তবে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে ধারাবাহিকভাবে মৃত্যুর সংখ্যা কমে আসছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৯৮ জন। সবমিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ৬শ ৮৩ জনের মৃত্যু হয়েছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.