চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিম শেখের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মিনহাজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড বাঙালির ইতিহাসে একটি জঘন্যতম ও ঘৃনিত হত্যাকান্ড। বিশ্বের কোন দেশে এরকম নৃশংসভাবে জাতির জনককে হত্যা করা হয়নি। পাকিস্তানি দোসরচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডে জড়িত ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের দ্রুত দেশে এনে বিচার কার্য সম্পন্ন করার দাবী জানান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মো শাহীন মোল্লা, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো আবুল হাশেম শাহ , ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রেদওয়ান ফারুক । সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবার, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল গফুর, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বায়েজিদ ফরাজী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, আলাঊদ্দিন মনা ও জয়নাল শেখ প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।