আম্মু বলেন- উঠো সোনা
যাও-মসজিদ পানে
সালাত পড়লে ফেরেস্তারা
খোদার রহম আনে।
ফরজ সালাত পড়লে বাবা
কাটবে ভালো দিন
সকল কাজে বরকত দিবেন
রাব্বুল আলামীন।
পাঁচ ওয়াক্ত ফরজ সালাত
দিওনা কভু বাদ,
ফরজ, সুন্নাহ, নফলের সাথে
কাটাও দিবা-রাত।
সালাত শেষে কোরান পড়ো
একটি হলেও আয়াত
অর্থের সাথে ব্যখ্যা খুঁজো
গড়ো তোমার হায়াত।
একটি আয়াত পড়েও যদি
আমল করো সহী
শেষ বিচারে করবে সহায়
নেক আমলের বহি।
তোমার জীবন করতে সফল
কোরান হাদীস মানো
আল্লাহর হাবীব কি বলেছেন,
সবার আগে জানো।
ইমামগণের মাজহাব মানো
আদব-আখলাক্ব গড়ো
জীবন তোমার গড়তে সুন্দর
দুনিয়ার লোভ ছাড়ো।
দুই জাহানের একটি জাহান
বেছে নিও তুমি
পূণ্যের উপহার শান্তির স্বর্গ
চির-আবাস ভূমি।