হযরত শাহ্ছুফি মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ (রহ.) এর ৪৩তম বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে ত্বরিকত সম্মেলন,যিকির,ওয়াজ ও দোয়া মাহফিল সাতকানিয়ার গারাংগিয়া আলিয়া মাদরাসা ময়দানে ২২অক্টোবর বৃহস্পতিবার বাদে যোহর হতে সারা রাত ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তরিক্বত সম্মিলনে সভাপতিত্ব করেন শাহজাদা হাফেজ মাহমুদুল হাসান হামেদী সিদ্দিকী, মাওলানা আনওয়ারুল হক সিদ্দিকী, শাহ্ছুফি মোহাম্মদ ইছহাক,শাহসুফি মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী। এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, কমিটির সদস্য সচিব আহমদ হোছাইন। সম্মিলনের আলোচক ছিলেন মাওলানা আব্দুল মান্নান শামসী, মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, মাওলানা ইউচুপ বিন নূরী, মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদী, মাওলানা আবদুল জলিল,
মাওলানা ঈসা, মাওলানা নুরুল আজিম, মাওলানা দলিলুর রহমান আল-কাদেরী, মাওলানা আহমদ নজির,মাওলানা আমিনুল ইসলাম,মাওলানা শাহ আলম, মাওলানা শাব্বির আহমদ উসমানী, শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী।
মরছিয়্যাহ পাঠ করেন শাহজাদা মুহাম্মদ বিন মাহমুদ মজিদী ও শাহজাদা আহমদ বিন মাহমুদ মজিদী,মাওলানা কুতুব উদ্দিন। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মাবুদ, শাব্বির হোসাইন আমিরী, মুহাম্মদ আলী, আবদুল হালিম ফকির, শাহ্সুফি আবদুস সালাম ফকির, আবদুল মাবুদ, মাহমুদুল হাসান। সম্মিলনে বক্তারা বলেন,গারাংগিয়া দরবার হচ্ছে শিরিক বেদাত মুক্ত একমাত্র দরবার,এখানে ইসলামের প্রকৃত আমলের চর্চা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
সি-তাজ.কম/এস.টি