চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত চট্টলতত্ত্ববিদ,গবেষক আবদুল হক চৌধুরীর ২৬ মৃত্যুবার্ষিকী স্মরণে -এক সাহিত্য সন্ধ্যা গত সোমবার ভার্চুয়াল লাইভে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ গ্রহণ সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী,সাংবাদিক সুজিত কুমার দাশ লেখক আলমগীর আলম,কবি আসিফ ইকবাল,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী, সোমা মুৎসুদ্দী,শিহাব রহমান, সাইফুল আরাফাতা প্রমুখ। সভায় বক্তারা বলেন একুশে পদক প্রাপ্ত কৃতি পুরুষ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক চৌধুরী।শিক্ষা ও সমাজ সংস্কারে কাজ করেছেন আমৃত্যু। বাঙালি সংস্কৃতি,কৃষ্টি,ঐতিহ্যের ধারক এই মণীষী।শিক্ষার মাধ্যমে এবং শুদ্ধ সংস্কৃতির চর্চায় সমাজকে মূলধারায় সম্পৃক্ত রেখে আলোকিত করতে সদাসক্রিয় কর্ম প্রচেষ্টা ছিল অতুলনীয়।
সি-তাজ.কম/এস.ট