সালাম পুণ্যময় একটি ইবাদত
আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ৭ম দিবসে বক্তারা বলেন
লোহাগড়া প্রতিনিধি: ৪ নভেম্বর, ২০২০ বুধবার শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ৭ম দিনের অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে সম্পন্ন হয়েছে। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ছাত্র হাফেজ শাহাদত হোছাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল আরম্ভ হয়। না’আতে রাসুল (স.) পরিবেশন করেন তকী উদ্দীন মুহাম্মদ সোহান। সভাপতিত্ব করেন জামিয়া ইবনে আব্বাস (রা.)’র মুহতামিম আলহাজ মাওলানা আমির আহমদ। ওয়ায়েজ পরিবেশন করেন গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন। ইসলামের সালামের গুরুত্ব ও সালামের জবাব দানের পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, সালাম পুণ্যময় একটি ইবাদত। ইসলামে সালামের গুরুত্ব অপরিসীম। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা তোমাদের পরস্পরের মাঝে ব্যাপকভাবে সালামের প্রচলন করবে। এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে। কোনো মুসলমানের সাথে তোমার দেখা হলে প্রথমে তাকে সালাম করবে, তোমাকে আহবান করলে তার আহবানে সাড়া দেবে, তোমার কাছে সৎ উপদেশ কামনা করলে তাকে সৎ উপদেশ দেবে, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে এর জবাব দিবে ইয়ারহামুকাল্লাহ বলবে, অসুস্থ হলে তাকে দেখতে যাবে এবং তার মৃত্যু হলে জানাজার পর লাশের সাথে চলবে। বাদ মাগরিব অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ শাহেদুল ইসলাম। সততা, আমানতদারিতার মর্যাদা, মিথ্যা ও খেয়ানতের ভয়াবহ পরিণতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জামিয়া আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক আলহাজ মাওলানা কাজী আখতার হোছাইন। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মতোওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মাহফিল পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শওকত হোছাইন প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সি-তাজ.কম/এস.টি